বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে ভর্তিকৃত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, সাজসজ্জায় ফুটে উঠেছিল বর্ণিল আমেজ।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ এর সভাপতি মিস অর্পনা প্রামানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাঠশালা যেন পান্থশালা। পাঠসূচনা ও পাঠসমাপ্তির ধারাবাহিকতায় একদল শিক্ষার্থীর আগমন এবং বিদায়ের মধ্যে দিয়ে এগিয়ে চলে অন্তহীন ছাত্রধারা। এ প্রতিষ্ঠানের সুনাম, ঐতিহ্য ও ছাত্র-শিক্ষক সম্পর্কের মহান ধারা তোমাদেরই বহন করতে হবে। সুশিক্ষায় আলোকিত হয়ে শৃঙ্খলা, অধ্যবসায় ও নিয়ম-নিষ্ঠা অর্জনের মাধ্যমে নিজেদের জীবনে সফলতা অর্জন করো। এই প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন ফুলের মতো বিকশিত হোক।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, ইন্টারমিডিয়েট হলো একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ভবিষ্যৎ জীবনের রূপরেখা তৈরি হয় এই সময়েই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, দেশের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবে। দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই পড়ালেখায় মনোযোগী হওয়াই হবে প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, এ কলেজের শিক্ষার্থীরা সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতেও তারা অবদান রাখবে। গৌরব ও সমৃদ্ধিতে আমাদের প্রতিষ্ঠান দেশ-বিদেশে উজ্জ্বল তারকার মতো দীপ্তিমান হোক এই হোক আমাদের সম্মিলিত প্রচেষ্টা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী সদস্য মি: সৌরভ বিশ্বাস, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডী। উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পারভীন আকতার এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মানসুরা আকতার ইশা।
নবীন শিক্ষার্থীদের বরণে ক্যাম্পাস ছিল শোভামণ্ডিত। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। উষ্ণ অভ্যর্থনা পেয়ে নবীনরা উচ্ছ্বাসভরে নিজেদের নতুন শিক্ষা জীবনে পথচলা শুরু করে। তাদের অভিব্যক্তিতে ছিল আনন্দ, আশা ও নতুন দিনের স্বপ্ন। অনুষ্ঠানের শেষে সংস্থার এজিএস হিউবার্ড রিমন মারান্ডী-এর সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং তারই নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ক্যাপশন: বুধবার বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিক।

ষ্টাফ রিপোর্টার