কাহালুতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ধান কাটা শ্রমিকের মৃত্যু
গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে কালাম মিয়া (৪৩) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। কালাম মিয়া লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের আনোয়ার আলীর পুত্র।
জানা যায়, গত ২ দিন পূর্বে দিন মুজুর কালাম মিয়া তার আপন ভাই কাইয়ুম সহ তাদের গ্রামের ৮ জন লোক কাহালু উপজেলার মাগুড়া গ্রামের কৃষক আব্দুল আলীমের বাড়ীতে ধান কাটতে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুতের লাইট সরাইতে গেলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে চিৎকার দেয় কালাম মিয়া। তার বড় ভাই চিৎকার শুনে বিদ্যুতের তার সরাইয়া দিলে সে মাটিতে পরিয়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ