কাহালুতে গলায় ফাঁস দিয়ে তরুনীর আত্নহত্যা
বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া (১৮) নামে তরুনীর আত্নহত্যা করেছে। সে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর ভাটোহালী গ্রামের রাজু পাইকারের কন্যা।
থানা সূত্রে জানা যায়, বাড়ীতে সৎ মায়ের সহিত মনোমালিন্য করলে সুমাইয়াকে তার বাবা শাসন করে। এরই প্রেক্ষিতে সে উপজেলার আড়োলা গ্রামে তার খালা শাহানারা বিবির বাড়ীতে যায়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১ টার দিকে সুমাইয়া যে ঘরে থাকে সেই ঘরে শব্দ পেয়ে তার খালা দরজা ধাক্কাধাক্কি করে। দরজা না খুললে আশপাশের লোকজন ও স্থানীয় মেম্বার ঘরের চালা কেটে দেখে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে। পরে থানা পুলিশে খবর দেওয়া হয়। এ ব্যাপারে কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ