পোরশায় পুলিশের ‘অপারেশন ফার্স্ট লাইট’ অভিযান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ নির্দেশনায় নওগাঁর পোরশায় শুরু হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে দুটি বিশেষ দল গঠন করা হয়। শতাধিক পুলিশ সদস্য রাতভর নওগাঁর পোরশা উপজেলাসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। চোর-ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও মাদক কারবারিদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিদের ধরতে বাড়ি-বাড়ি তল্লাশি, সড়কপথে চেকপোস্ট স্থাপন এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়।
অভিযানে পোরশা থানায় ১৪ জন, নিয়ামতপুর থানায় ৯ জন এবং নওগাঁ সদর থানা এলাকায় ২ জনসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছে ৮ জন চিহ্নিত ডাকাত ও কয়েকজন মাদক ব্যবসায়ী। এ সময় দেশীয় অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
নিয়ামতপুর ও পোরশা উপজেলার স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদক বিস্তার নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছিল। রাতভর অভিযান পরিচালনার ফলে মানুষের মনে স্বস্তি ফিরেছে। তারা আশা প্রকাশ করেন অপরাধ দমনে এমন অভিযান নিয়মিত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পোরশা এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এসব মামলার আসামি ছাড়াও মাদক ব্যবসায়ীদের ধরতে আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি। অপারেশন ফার্স্ট লাইট এখনো চলমান চয়েছে, গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে।
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শফিউল সারোয়ার বলেন, পোরশা-নিয়ামতপুর এলাকায় সাম্প্রতিক চুরি-ডাকাতির ঘটনা এবং জাতীয় নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা এই বিশেষ অভিযান পরিচালনা করছি। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। পুরো জেলার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :