সৈয়দপুরে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান
নীলফামারীর সৈয়দপুরে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের চলতি ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামাপুকুর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আলহাজ¦ মো. নাছিম রেজা শাহ্।
এতে সভাপতিত্ব করেন শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু। শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক সোহাগ রানা দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. শফিকুল আলম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, মো. রাসেল সরকার, মোছা. মঞ্জিলা বেগম, সহকারী শিক্ষক মো. মোস্তাহারুল প্রামানিক ও শামীমা আক্তার সোমা এবং বিদায়ী শিক্ষার্থী নাদিয়া আফরোজ, জান্নাতুল মাওয়া ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুফিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালন করেন কিসামত কামারপুকুর কলিমিয়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলনা মুফতি মো. হায়দার আলী।
শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার হিসেবে বিদায়ী ২৩জন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য, সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: