সাপাহারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁর সাপাহারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনালে মুখোমুখি হয় পোরশা ফুটবল একাদশ ও নিয়ামতপুর ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের উদ্বোধক সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু সাইদ চৌধুরী (অনিক)।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি), জেলা ছাত্রদল নেতা আবু হানিফ, সাপাহার ক্রীড়া একাডেমীর সদস্য সচিব আল আমিন চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ফাইনালকে ঘিরে মাঠে ছিল বিপুল সংখ্যক দর্শকের ঢল ও উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ে নিয়ামতপুর ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পোরশা ফুটবল একাদশ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উৎসবমুখর এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক আনন্দ-উদ্দীপনা।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: