আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা ইসমাইলের ইন্তেকাল
বগুড়ার আদমদীঘি উপজেলার পাইকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আবু ইসমাইল হোসেন (৭০) গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। ওইদিন বেলা সাড়ে ১১ টায় স্থানীয় ঈদগাহ মাঠে মরহুম আবু ইসমাইল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও বাদজুম্মা নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া-৩ আসনের বিএনপির মনেনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, আব্দুল জলিল, তহির উদ্দিন, আব্দুল আলিম, আবেদ আলী, আব্দুল ছালাম, হাবিল উদ্দিন অন্যান্য বীর মুক্তিযোদ্ধাসহ মুসল্লিবৃন্দ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ