সান্তাহার ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বিল্ডিংয়ের চতুর্থ তলায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,
উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাহার হোসেন পিন্টু, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, বিএনপি নেতা আতোয়ার রহমান, মারুফ উল হাসান খান শিপলু, ফজলুর রহমান তুফান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার বাবলু ও যুবদল নেতা ফারুক হোসেন জিকো প্রমূখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ