বগুড়ায় আফতাব ফিডের আয়োজনে 'রিজিওনাল মিট'
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে শনিবার (আজ) বগুড়ায় উত্তরাঞ্চলের খামারি, ডিলার ও পরিবেশকদের নিয়ে এক বিশাল ‘আফতাব রিজিওনাল মিট’ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির উচ্চপদস্থ কর্মকর্তা ও কৃষি বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে উপস্থিত থেকে খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) মোহাম্মদ মাহমুদ হাসান।
অনুষ্ঠানে সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান কোম্পানির মূল লক্ষ্য ও অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন,
"খামারিদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে দ্রুত সেবা দেওয়া এবং নিরাপদ, এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত ফিড সরবরাহ করাই আমাদের কোম্পানির প্রধান লক্ষ্য।"
তিনি আরও জানান যে এ ধরনের কর্মসূচির মাধ্যমে খামারিদের সমস্যাগুলো সরাসরি শোনা এবং তার দ্রুত সমাধান করা কোম্পানির জন্য সহজ হয়।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুস শাকুর, কৃষিবিদ মো. মেহেবুবুল ইসলাম, নিউট্রিশনিস্ট আবু সাইদ আকাশ এবং জাতীয় বিক্রয় সমন্বয়ক লিটন হোসেন।
বক্তারা বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, ফিডের গুণগত মান বজায় রাখা এবং পশুপালনে উৎপাদন বাড়ানোর বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারী খামারিরা বলেন, এই রিজিওনাল মিট তাদের কাজে বড় সহায়ক হবে। বিশেষ করে নিরাপদ ও মানসম্পন্ন মাংস, ডিম ও দুধ উৎপাদনে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আফতাব ফিড কর্তৃপক্ষ জানিয়েছে, খামারিদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে এবং তাদের সুবিধা-অসুবিধা জানতে এই ধরনের রিজিওনাল মিট দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

শেরপুর প্রতিনিধি