পোরশায় একযোগে ১১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ
নওগাঁর পোরশায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে একযোগে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এসময় প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবিরসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একই দিনে উপজেলার ৮৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে ফলজ ও বনজ বৃক্ষের পাশাপাশি স্কুল গেটের দু’পাশে একটি করে সোনালু ও জারুল গাছের চারা রোপণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :