ফুলবাড়ীতে মা শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে মা-শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ পৌরসভা কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল সভার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ডা. প্রকাশ কান্তি চৌধুরী প্রশিক্ষণ উদ্বোধন করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, ফুলবাড়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সারোয়ার হাসান, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিবুল ইসলাম। ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারঃ) মোছাঃ রুমা পারভীন। প্রশিক্ষণে ব্যাংক ম্যানেজার, পৌরসভা কর্মকর্তা সহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ফুলবাড়ী। সহযোগিতায় ছিলেন সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার এন্ড চাইল্ড বেনিফিট (প্রোগ্রাম)।

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি