ফুলবাড়ী সীমান্তে বিজিবি কর্তৃক চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ ৫০ হাজার টাকার মাদক আটক
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী মদ তৈরীর বড়ি আটক করা হয়েছে।
গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালাল প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৯,৮২০ পিস বাংলাদেশী মদ তৈরীর বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪,৪৭,৩০০/- টাকা। অপরদিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর ও রসুলপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিদেশী মদ, ভারতীয় ইস্কফ সিরাপ, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর ও রসুলপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল বিদেশী মদ, ৩২ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং বিভিন্ন প্রকার কসমেটিক আইটেম (কানের দুল ০৪ জোড়া, গলার চেইন ০৩টি, গলার লকেট ০২টি, গলার হার ০১টি, পুতির হার ০১টি, পুতির কানের দুল ০২ জোড়া), ০১টি মোবাইল (স্যামসাং), ভারতীয় ৮৯০ রুপি, ০১টি সীমকার্ড, ১০টি বিভিন্ন প্রকার শাড়ি, ০২টি লেহেঙ্গা, ০২টি ওড়নাসহ, ০২টি উন্নমানের ভারতীয় লেডিস ব্যাগ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৯৪,০৯০/- টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএম জাবেদ বিন জব্বার (পিএসসি) জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি নিরলস ভাবে কাজ করছে, মাদক চোরাচালন, নারী ও শিশু পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি