ঘোড়াঘাটে পুকুর মালিককে মারপিট থানায় অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর মালিককে মারপিট ঘোড়াঘাট থানায় অভিযোগ করা হয়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ছয়ঘট্টি গ্রামের শহিদুল ইসলাম তার বাড়ির পার্শ্বে প্রায় ৩ একর মালিকানা পুকুর যা চলমান জরিপ সহ খাজনা-খারিজ রয়েছে। ওই পুকুর খাস বলে একই গ্রামের রফিকুল ইসলাম সহ তার ছেলে জিল্লু মিয়া, ফজলু মিয়া, ধলু মিয়া ও শিবলু মিয়া, দুলাল মিয়া, উজ্জল মিয়া সহ আরো কয়েকজন দখল করতে যায়। শহিদুল ইসলাম ও তার লোকজন তাদেরকে পুকুর দখল করতে দেননি। কিন্তু শহিদুল ইসলাম ওই পুকুর পাড়ের পুকুর পাহারা দেয়া ঘরে গত রোববার রাতে পাহারা দেয়ার সময় উল্লেখিত ব্যক্তিরা তাকে মারপিট করে পুকুর পাড়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন শহিদুলকে রক্তাক্ত গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে শহিদুল ইসলাম ৮-১০ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় অভিযোগ করেছে। এ নিয়ে ঘোড়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি