এসএসসি পরীক্ষা -২০২৬
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক পাঠ্যসূচি সংক্রান্ত চিঠি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অসন্তোষ
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। আর এ চিঠিটি নিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার অনিয়মিত ও মনোন্নয়ন পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রতিটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটি চিঠি পাঠানো হয়েছে। ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত ওই চিঠিটি চলতি বছরের গত ২৬ আগস্ট তারিখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে একই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত ও মনোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে যে সকল পরীক্ষার্থী অংশ গ্রহন করবে তাদের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অর্থাৎ পুর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে। এতে করে অনিয়মিত ও মনোন্নয়ন পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে এমন এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর বাবার সরকারি চাকরি বদলীজনিত কারণে গত ২০২৩ সালের জুন মাসে এসে সে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নবম শ্রেণিতে ভর্তি হয়। তারপরও ওই বছরে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতিত্বে সঙ্গে দশম শ্রেণীতে উর্ত্তীণ হয় সে। কিন্তু তাঁর বাবা- মা তাঁর লেখাপড়ার ভিত্তি ভাল করতে তাকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে আবারো নবম শ্রেণিতে অধ্যয়নের জন্য রাখেন। গত ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের রাজনৈতিক পটপরিবর্তনের পর নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়ে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয় সে। বর্তমানে সে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে দশম শ্রেণিতে বিজ্ঞান শাখায় অধ্যয়ন করছে। ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ইতিমধ্যে তাদের নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। যেহেতু সে নবম শ্রেণিতে দুই বছর ধরে অধ্যয়ন করেছে তাই সে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিগণিত হয়েছে। কিন্তু এর মধ্যে গত ২৬ আগস্ট তারিখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত ও মনোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে যে সকল পরীক্ষার্থী অংশ গ্রহন করবে তাদের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অর্থাৎ পুর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ গ্রহন করবে। এতে করে অনিয়মিত ও মনোন্নয়ন পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে ওই শিক্ষার্থীর মতো অনেক অনিয়মিত ও মনোন্নয়ন পরীক্ষার্থী চরম বিপাকে পড়েছেন। ওই শিক্ষার্থীর অভিভাবক নাম না প্রকাশের শর্তে অভিযোগ করে বলেন, অনিয়মিত কিংবা মনোন্নয়ন পরীক্ষার্থীদের যদি গত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অর্থাৎ পুর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ গ্রহন করতে হয়, তবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে ওই সিদ্ধান্তের চিঠিটি আগে ভাগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো দরকার ছিল। তাঁর মেয়েকে দশম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে অধ্যয়ন করে এখন অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অর্থাৎ পুর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে। তিনি তাঁর মেয়ের মতো অন্যান্য অনিয়মিত ও মনোন্নয়ন পরীক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনায় নিয়ে এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি পুনরায় বিবেচনার উদাত্ত আহবান জানান।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে বিদ্যালয় শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র সহকারী শিক্ষক বলেন, অনিয়মিত পরীক্ষার্থীদের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অর্থাৎ পুর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে এই সিদ্ধান্তটি বোর্ড কর্তৃপক্ষকে চলতি বছরের শুরুতেই জানানো প্রয়োজন ছিল। এতে করে তারা সেভাবে পাঠদান করাতে পারতেন। তারপরও তারা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অনিয়মিত শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানান ওই শিক্ষক।
এ বিষয়ে জানতে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর
১৩ মে, ২০১৯
২০ মে, ২০১৯

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: