ঘোড়াঘাটে মৎস্য কর্মকর্তা দায়িত্ব পালন না করায় হাট বাজারে বিক্রি হচ্ছে বিষাক্ত রুপচাঁদা মাছ
দিনাজপুরের ঘোড়াঘাটে মৎস্য কর্মকর্তা সরকারি চাকুরি করে দায়িত্ব পালন না করায় হাট বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত বিষাক্ত রুপচাঁদা মাছ। জানা যায়, বাংলাদেশ সরকার মানব দেহের ক্ষতিকারক পিরানহা রুপচাঁদা মাছকে চিহ্ণিত করে হাট বাজারে বিক্রি না করার জন্য নিষিদ্ধ করে। আর হাট বাজারে নিষিদ্ধ ঘোষিত বিষাক্ত রুপচাঁদা মাছ বিক্রি না করার দায়িত্ব পালন বাংলাদেশের স্ব স্ব উপজেলার মৎস্য কর্মকর্তাদের। ঘোড়াঘাটে সরকারি মৎস্য কর্মকর্তা ওই আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিরবে অফিসে বসে থাকে এবং ঘোড়াঘাট উপজেলার মৎস্য কর্মকর্তার অফিস থেকে মাত্র ২০০ গজ পশ্চিমে ওসমানপুর বাজারে ওই বিষাক্ত রুপচাঁদা মাছ বিক্রি হলেও সে চোখে রঙিন চশমা দিয়ে দেখেও না দেখার ভান করছেন। এ ব্যাপারে রংপুর বিভাগীয় মৎস্য কর্মকর্তা ও দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানান।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি