পোরশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল
সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নওগাঁর পোরশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার পোরশা সদরে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর আয়োজনে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সহ সভাপতি আব্দুল গণি, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডল, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামান বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :