নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ব্যবসায়ীর জরিমানা
বগুড়ার নন্দীগ্রামে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কুন্দারহাট বাজারে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগের ভিত্তিতে সাঈদ ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে সরকারি নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং সার-কীটনাশক নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রি করার প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে সাঈদ ট্রেডার্সের মালিক আবু সাঈদ (৪০) কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ আশিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিঊল হক। এছাড়া নন্দীগ্রাম থানা পুলিশের একটি সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্টকে সহযোগিতা করে। এদিকে শুধু কুন্দারহাট নয়, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বাজারেও অসাধু ব্যবসায়ীরা সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষিপণ্য সরকার নির্ধারিত মূল্যের চেয়েও দ্বিগুণ দামে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ কৃষকরা বলছেন, সিন্ডিকেট তৈরি করে সারের দাম বেশি নেওয়ায় উৎপাদন ব্যয় বাড়ছে, ফলে চাষাবাদে ক্ষতির আশঙ্কা মনে করছেন তারা।
স্থানীয় কৃষকরা প্রশাসনের প্রতি নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে বলে প্রশাসনিক কর্মকর্তারা জানান।

নন্দীগ্রাম প্রতিনিধি