ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২ লক্ষ ৯৪ হাজার টাকার মাদক সহ মালামাল আটক করেন
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২ লক্ষ ৯৪ হাজার টাকার টাকা মূল্যমানের মাদকদ্রব্য সহ মালামাল আটক করেন।
গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে মোহনপুর ব্রীজি বিওপি অভিযান চালিয়ে মালিক বিহীন ৩০০ পিচ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করেন। যাহার মূল্য ২৪ হাজার টাকা। একই তারিখে দাইনুর বিওপি কর্তৃক অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশী মদ আটক করেন। যাহার মূল্য ৭২ হাজার টাকা।
গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩,২০০ পিস বাংলাদেশী মদ তৈরীর বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৯৮,০০০/-(এক লক্ষ আটানব্বই হাজার) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে বিজিবি চোরাচালন দমনে এবং সীমান্ত রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।

ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি