সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীরা (পরিবার পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক) কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপজেলার পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন এবং সৈয়দপুর পৌরসভা এলাকায় কর্মরত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকেরা অংশ নেন। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. আব্দুল মোতালেব, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফডবিøউভি) মো. নাজমা বেগম, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মনোয়ার হোসেন ও বোতলাগাড়ী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিমেষ চন্দ্র রায় প্রমুখ।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে চব্বিশ ঘন্টায় মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্র্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা, প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, প্রসবকালীন সেবা ও শুন্য থেকে পাঁচ বছরের শিশুদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই অত্যন্ত কঠোর পরিশ্রম করে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি। অথচ আজ অবধি আমাদের চাকরির কোন রকম নিয়োগ বিধি করা হয়নি। ফলে আমার চাকরির শুরুতেই যে যে পদে যোগদান করেছি, চাকরি শেষে সেই পদে থেকে আমাদের অবসরে যেতে হচ্ছে। যদিও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি বলবৎ রয়েছে। কিন্তু আমাদের চাকরিতে কোন রকম পদোন্নতি নেই। গত চব্বিশের ৫ আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যূত্থানের পর বৈষম্যহীন সোনার বাংলাদেশে আমরা আজও বৈষম্যের শিকার হচ্ছি।
বক্তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীদের চাকরির নিয়োগ বিধি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আগামী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: