বগুড়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় পালিত হয়েছে ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া’য় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রামীণ আলোর নির্বাহী পরিচালক ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।
তিনি বলেন, বিএনএফ প্রতিষ্ঠার পর থেকেই সেবা ও সহায়তার কাঠামোর সাথে যোগাযোগ বৃদ্ধি করে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সারা দেশের প্রায় ৭০০ এনজিওর মাধ্যমে মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এর মধ্যে বগুড়ায় ৩৫টি এনজিও দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রান্তিক পর্যায়ে সেবার পরিধি বাড়ালে তৃণমূল মানুষের জীবনে উন্নয়ন ও মানবিক সেবার আলো আরও সমানভাবে পৌঁছে যাবে বলে মনে করেন তিনি।
আলোচনায় বক্তব্য রাখেন পিইউপি'র প্রধান সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসানাত, মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম, ওরাপের নির্বাহী পরিচালক মোদাচ্ছির রহমান, পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, এনডিএফ এর নির্বাহী পরিচালক শফিউল ইসলাম, সোপানের নির্বাহী পরিচালক বিরেন দাস সহ প্রমুখ।
আলোচকগণ বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনএফ সহযোগী সংস্থাগুলোকে অনুদান প্রদান করে উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে উপকারভোগীদের মাঝে গাভি পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, ভ্যান বিতরণ, সেলাই মেশিন বিতরণ, পাপস প্রস্তুত প্রশিক্ষণ, রাজমিস্ত্রি ও রড বাইন্ডিং প্রশিক্ষণসহ বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে অসংখ্য দরিদ্র পরিবারের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটছে।
এ ছাড়া গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, নলকূপের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ, গৃহনির্মাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমও বিএনএফের অনুদানে বাস্তবায়িত হচ্ছে।
বগুড়ায় বিএনএফ এর কার্যক্রম বাস্তবায়নকারী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের নির্বাহী প্রধানদের সাথে নিয়ে ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।

ষ্টাফ রিপোর্টার