খালেদা জিয়ার সুস্থতা কামনায় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ যোহর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, আড়িয়া ইউপির সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক দলের নেতা মুরাদ আল কুরাইশী, জাতীয়তাবাদী সমবায় দলের দপ্তর সম্পাদক জাহিদ হাসান, আড়িয়া ইউপি সমবায় দলের সদস্য মো. সুলতান আহমেদ, বিএনপি নেতা রাসেল আহমেদ, জুবায়ের, পলাশ, হামিদুর, ওবায়দুলসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয়রা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ