বগুড়ার মোকামতলায় হরিজনদের উচ্ছেদ বন্ধ ও আবাসনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলার শংকরপুর হরিজন কলোনীতে শতাধিক বছর যাবৎ বসবাসকারী ৮টি পরিবারকে উচ্ছেদের নোটিশ বাতিল পূর্বক ভুক্তভোগীদের ঐ স্থানেই স্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অদ্য (০৩ ডিসেম্বর ২০২৫ ইং) বুধবার বেলা ১২.১০ টায় মোকামতলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), জাগ্রত হরিজন মানবকল্যাণ সংগঠন, বাংলাদেশ বাঁশফোর (হরিজন) কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) যৌথভাবে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাঁশফোর (হরিজন) কল্যাণ পরিষদ- শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি চুনিলাল বাঁশফোর।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, জাগ্রত হরিজন মানবকল্যাণ সংগঠন এর সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোর, ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’-বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন রাজভর, বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র রবিদাস, বাংলাদেশ বাঁশফোর (হরিজন) কল্যাণ পরিষদ- শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাধন বাঁশফোর, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)- শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি হরিপদ রবিদাস, ভূক্তভোগী পরিবারের সদস্য লিটন বাঁশফোর, রাজ বাঁশফোর, নারীনেত্রী জেসমিন রানী বাঁশফোর, হরিজননেতা গোবিন্দ বাঁশফোর, সুমন বাঁশফোর, শান্ত বাঁশফোর, ফেকু বাঁশফোর,
বক্তাগণ বলেন, শতাধিক বছর যাবৎ বসবাসকারী হরিজন ৮টি পরিবারকে উচ্ছেদের নোটিশ প্রদান অযৌক্তিক এবং অমানবিক। যারা যুগের পর যুগ দেশ ও সমাজের সেবা দিলো, তাদের প্রতি এমন অবিচার ও হঠকারী সিদ্ধান্ত মেনে নেবার মতো নয়। ভূক্তভোগী ৮টি পরিবারকে ঐখানেই স্থায়ী আবাসনের ব্যবস্থা করার মাধ্যমে তাদের চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান করা সময়ের দাবী। তা না হলে লাগাতার আন্দোলনে নামা ছাড়া বিকল্প কোনও উপায় নেই।
ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ইতিপূর্বে জনৈক আব্দুর রহমান গত ২৬ জুলাই ১৯৭৭ তারিখে জেলা সামরিক প্রশাসন কার্যালয়, বগুড়ায় রামজতন বাঁশফোর, লঙ্কেশ^র বাঁশফোর ও শ্রীনন্দন বাঁশফোরদের বিরুদ্ধে ফাইল নং ৯০/৩ গখই/মিস কেস দায়ের করলে গাবতলী থানাধীন কাগইল ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল সাহেব বরাবর তদন্ত প্রদান করেন। তিনি ১৯/০৯/১৯৭৭ তারিখে সরেজমিন তদন্ত করে উভয় পক্ষ, স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে কতিপয় লিখিত শর্তে আপোষ নিষ্পত্তি প্রস্তাব করলে উভয় পক্ষ মেনে নেয়। উক্ত আপোষনামায় ৬৩৩ নং দাগের পশ্চিম ধারে বরাবর ৬৩৪ দাগের উত্তর পর্যন্ত ধার পর্যন্ত পূর্ব ধারের জমি উক্ত সামরিক আদালতের মিস কেসের বাদী আব্দুর রহমান দাবী ছেড়ে দেন। ভবিষ্যতে এবিষয়ে হরিজনদের বিরুদ্ধে কোনো মামলা-মোকর্দমা করবে না বা জমির সত্ত¡ দাবী করবে না বলে লিখিত প্রতিশ্রæতি দেন। আপোষনামায় আরও উল্লেখ ছিলো: ৬৩৩ দাগে ৪ শতক, ৬৩৪ দাগে ৮ শতক মোট ১২ শতক জমি উক্ত সামরিক আদালতের মাধ্যমে হরিজন (রামজতন বাঁশফোর, লঙ্কেশ^র বাঁশফোর ও শ্রীনন্দন বাঁশফোর) বাসিন্দারা ভোগদখল করবে। সেসময় এলাকায় গন্যমান্য ও নেতৃত্বস্থানীয় ১৩ জন উপস্থিত থেকে স্বাক্ষর করেন। সেসব নথিপত্র সংরক্ষিত রয়েছে। কিন্তু সম্প্রতি প্রয়াত আব্দুর রহমান এর ওয়ারিসগণ হরিজনদের বসবাসকৃত জমি ছেড়ে দিতে আইনীভাবে নোটিশ পাঠান। এতে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।
মানবন্ধন ও সমাবেশ থেকে নিম্নোক্ত দাবিনামা উত্থাপন করা হয়:
১. অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভূক্তভোগী ৮টি হরিজন পরিবারকে উচ্ছেদ অপচেষ্টা বন্ধ করতে হবে।
২. হরিজনদের জীবন-জীবিকা এবং কৃষ্টি চর্চার বিষয়ে মানবিক বিবেচনা পূর্বক অন্যত্র নয় বরং ঐখানেই আবাসনের ব্যবস্থা করতে হবে।
৩. ভূক্তভোগীদের সার্বিক নিরাপত্তা বিধান করতে হবে। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

নিজস্ব প্রতিবেদক