বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী ড. মঞ্জুরুল হকের ইন্তেকাল
বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত চেয়্যারমান ও নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের এলামনাই এসোসিয়েশনের সভাপতি নীলফামারীর সৈয়দপুরের কৃতি সন্তান প্রকৌশলী ড. মঞ্জুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা দুইটার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার ( ৩ ডিসেম্বর) বেলা ১১ টায় সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া পুরাতন জামে মসজিদ ঈদগাহ্ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন হয়েছে।
উল্লেখ্য, মরহুম প্রকৌশলী ড. মঞ্জুরুল হক ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রেজাউল আলম রেজা’র চাচা।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :