সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান
নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীকে উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ইউএনও’র অফিস কক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আফজাল বিন- নাজির, হাজারীহাট মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ শেখ মো. একরামুল হক, সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান লাবু, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক, আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আনোয়ারুল ইসলাম শাহ্, চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক প্রমুখ।
এছাড়াও বক্তব্য দেন বিদায়ী অতিথি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম।
পরে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানের সৈয়দপুর উপজেলা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সদস্য উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী গত বছরের ২৭ মার্চ যোগদান করেছিলেন। সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক