নন্দীগ্রামে ঐতিহাসিক ছাত্র–যুব সমাবেশ অনুষ্টিত
বগুড়ার নন্দীগ্রামে অনুষ্ঠিত হলো ইতিহাসের অন্যতম বৃহৎ ছাত্র ও যুব সমাবেশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মী, শিক্ষার্থী ও যুবসমাজের ঢল নেমে আসে। বেলা ৩টার মধ্যেই পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশটি আয়োজন করেন বগুড়া–০৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজ। তার আমন্ত্রণে যোগ দিতে নন্দীগ্রামে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, বগুড়া-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। জেলার যুব জামায়াতের সভাপতি মিজানুর রহমান। জেলা পশ্চিম শিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির সহ বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ের আরও অনেক নেতা ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিকে ঘিরে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। আয়োজকরা জানান, নন্দীগ্রামে এত বড় পরিসরের ছাত্র–যুব সমাবেশ এই প্রথম। এজন্য নেওয়া হয় সর্বোচ্চ প্রস্তুতি। সমাবেশকে ঘিরে কলেজ মাঠে নির্মাণ করা হয় আধুনিক ও সুসজ্জিত মঞ্চ। ছিল উন্নতমানের সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও ব্যানার–ফেস্টুন। পুরো এলাকায় ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের নিয়োজিত তৎপরতা। সর্বমোট প্রস্তুতিতে নন্দীগ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। নৈতিকতা, আদর্শ, শিক্ষার উৎকর্ষ এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে তারা জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

নন্দীগ্রাম প্রতিনিধি