শেরপুরে গভীর রাতে গাঁদায় আগুন, কৃষকেরা দুশ্চিন্তায়
বগুড়ার শেরপুরে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে একের পর এক কৃষকের খড়ের গাঁদা পুড়ে যাওয়ায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসাড়া গ্রামের কৃষকেরা জানান, গত এক বছরে ধারাবাহিকভাবে খড়ের গাঁদায় আগুন ধরানোর ঘটনা ঘটলেও দুষ্কৃতকারীদের শনাক্ত করা যায়নি। ফলে রাত নামলেই কৃষকেরা বাড়ির পাশের খড়ের গাঁদা নিয়ে দুশ্চিন্তায় থাকেন।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গ্রামের কৃষক তৌহিদুল ইসলামের দুইটি খড়ের গাঁদায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এর আগেও গত ১০ দিনের ব্যবধানে একই গ্রামের কৃষক বাবু মিয়া ও এক মাস আগে কৃষক জনাব আলীর খড়ের গাঁদায় একই কায়দায় অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় গ্রামে আতঙ্ক আরও বাড়ছে।
স্থানীয় কৃষকেরা জানান, তৌহিদুল ইসলামের খড়ের গাঁদায় আগুন লাগার আগ মুহূর্তেই হঠাৎ গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। অন্ধকার গ্রামে আগুনের আলো চারদিকে ছড়িয়ে পড়লে প্রথমে তারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হলে শেরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কৃষক তৌহিদুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে ২০ বিঘা জমির ধানের খড় দুটি গাঁদা করে বাড়ির পাশে রেখেছিলেন। দুর্বৃত্তের আগুনে দুটি গাঁদাই পুড়ে গেছে। এতে তার অন্তত ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। খড় পুড়ে যাওয়ায় তার গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেবে বলেও জানান তিনি। এক বছর আগেও একইভাবে তার খড়ের গাঁদায় আগুন দেওয়া হয়েছিল। তিনি বিষয়টি থানায় লিখিতভাবে জানাবেন বলেও জানান।
গ্রামের অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, সাম্প্রতিক ঘটনায় আরও অন্তত ৫০ হাজার টাকার খড় পুড়ে গেছে। এসব আগুন লাগার ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
ইউপি সদস্য গোলাম হোসেন বলেন, “এক বছর ধরে গভীর রাতে এমন দুষ্কৃতিমূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে কৃষকেরা খড় নিরাপদে রাখতে না পেরে কম দামে বিক্রি করে দিচ্ছেন। এতে গবাদিপশুর খাদ্য সংকটও দেখা দেবে।”
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “খড়ের গাঁদায় আগুন দেওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

শেরপুর প্রতিনিধি