আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবসে বগুড়ায় স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত
৫ ডিসেম্বর আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্টের (পিডিপি) আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মালতিনগর শহর সমাজসেবা কার্যালয়ে এই আয়োজন হয়।
পিডিপি'র নির্বাহী পরিচালক মো: বজলুর রহমান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আতাউর রহমান। এসময় তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার মাঝে পরম প্রশান্তুি পাওয়া যায়। উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িত রাখার মধ্য দিয়ে একদিকে যেমন সমাজের উপকার হয় তেমনি নিজেরও দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন হয়। তবে ভালো কাজ করার জন্য অধিকাংশ সময় কোন প্লাটফর্মের প্রয়োজন হয় না, দরকার শুধু নিজের সদিচ্ছার। যেকোনো পেশাতে থেকেই স্বেচ্ছাসেবকের ভূমিকা রাখা যায়। এসময় তিনি জেলায় সমাজসেবা কার্যালয় থেকে রেজিস্ট্রেশন পাওয়া হাতেগোনা কয়েকটি ছাড়া অধিকাংশ সামাজিক সংগঠনগুলোর বিষয়ে হতাশা প্রকাশ করেন। এর মাঝে স্বল্প সময়ে বগুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর এলাকায় সামাজিক ও মানবিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে পিডিপি যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা কুড়িয়েছে তিনি তার ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পিডিপির এই অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যেও তিনি সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পিডিপির জেলা ভলেন্টিয়ার ও বগুড়া ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক ইফতেখার রহমান জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শহর সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম (লিটন), পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ মোঃ আবু হাসানাত (সাঈদ) এবং বগুড়া ইয়ুথ ফোরামের সভাপতি ও দেশ টিভির বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়।
অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় শতাধিক সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন যারা অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। আলোচনা পর্ব শেষে পিডিপির পক্ষ থেকে সেচ্ছাসেবীদের অনুপ্রাণিত করতে সকলকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

ষ্টাফ রিপোর্টার