বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
পল্লী উন্নয়ন প্রকল্প, মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি ও প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভলপমেন্ট এই তিনটি সংস্থার আয়োজনে শুক্রবার সকালে বগুড়া সদরের শাখারিয়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বরের অধিবেশনে প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর পক্ষে বিশ্ব সম্প্রদায়, বেসরকারী সংস্থা (এনজিও), জাতিসংঘের সংস্থা, সরকারি কর্তৃপক্ষ এবং বেসরকারী খাতের সঙ্গে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা, কাজের প্রচার করা, মূল্যবোধ ভাগ করে নেয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে।
পিইউপি এর প্রধান সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসানাত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম (লিটন)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, মেরী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা, পেসড এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনের সর্বক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ঘরে–বাইরে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অধিক মানুষের সম্পৃক্ততা বাড়ানোই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। স্বেচ্ছায়, স্বপ্রণোদিত হয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে মানুষকে উদ্বুদ্ধ করা আজকের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সমাজের সব বয়সী ও সব শ্রেণির মানুষেরই নৈতিক দায়িত্ব হচ্ছে মানবতার সেবায় অংশগ্রহণ করা। বিশেষ করে যুবকদের ওপর এই দায়িত্ব সবচেয়ে বেশি। দেশের জনশক্তির এক তৃতীয়াংশ যুবক। এদেরকে শক্তিতে পরিণত করার মাধ্যমে প্রত্যেককে একেকজন সেবক হিসেবে গড়ে তুলতে হবে। পৃথিবীতে সকল প্রতিকূল পরিস্থিতিতেই বিনা স্বার্থে মানবতার দূত হয়ে সেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে।
পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাশরুকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সংস্থার হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত, প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন, সাংবাদিক আজাহার আলী সহ স্বেচ্ছাসেবীবৃন্দ।

ষ্টাফ রিপোর্টার