মানবিকতার স্পর্শে স্মরণীয় হয়ে বিদায় নিলেন নন্দীগ্রামের ইউএনও আরিফুল ইসলাম
একজন কর্মকর্তা যখন যোগদান করেন, তার কাজের মাধ্যমে যে পরিবর্তন আসে, তা যেন তার প্রতিভারই একটি প্রকাশ। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মাত্র দুই মাস দায়িত্ব পালনকালে আরিফুল ইসলাম তাঁর দক্ষতা, মানবিক গুণাবলী এবং পেশাদারিত্বের মাধ্যমে উপজেলার উন্নয়নমূলক কার্যক্রমে এক নতুন দিশা দেখিয়েছেন। তিনি নন্দীগ্রাম উপজেলায় যোগদান করার পর থেকে যা কিছু করেছেন, তা শুধুমাত্র স্থানীয়দের জন্যই নয়, পুরো উপজেলার সর্বস্তরের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। গত ৩০ সেপ্টেম্বর ইউএনও হিসেবে নন্দীগ্রামে যোগদান করে ১ ডিসেম্বর প্রজ্ঞাপন অনুসারে খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পদে পদায়িত হন আরিফুল ইসলাম।
আরিফুল ইসলাম তার দুই মাসের শাসনকালে নিজেকে একজন দক্ষ, মানবিক এবং দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নন্দীগ্রাম উপজেলায় তিনি যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন, তা শুধু তার কাজের প্রতি দায়বদ্ধতা নয়, বরং তার অগ্রগতি ও দায়িত্বশীল মনোভাবেরও প্রমাণ।
তার নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বর পরিণত হয়েছে একটি সুশৃঙ্খল, পরিষ্কার এবং সুন্দর চত্বরে। তিনি এখানে সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কার্যক্রম হাতে নিয়েছিলেন। উপজেলা স্টাফ কোয়ার্টারের চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজও করেছেন তিনি। এছাড়া, শিশু পার্কের উন্নয়ন এবং নতুন রাইড স্থাপন করে তিনি এলাকার শিশুদের জন্য নতুন এক বিনোদন কেন্দ্র তৈরি করেছেন। নন্দীগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কার কাজেও তিনি দৃষ্টি দিয়েছেন, যা স্থানীয় জনগণের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্বের প্রতিফলন। নন্দীগ্রাম হাটে পশু জবাইয়ের জন্য নিরাপদ কসাইখানা নির্মাণের কাজ শুরু করেছেন, যা এলাকার স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
অধিকন্তু, তার মানবিক দিকটি ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি শুধুমাত্র প্রশাসনিক কাজে দক্ষ ছিলেন না, বরং স্থানীয় জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনেও সফল ছিলেন। তার মানবিক দিক ও সহযোগিতার মনোভাব তার কর্মজীবনে স্থানীয় জনগণের মধ্যে এক গভীর প্রশংসার সৃষ্টি করেছে।
আরিফুল ইসলাম একজন প্রগতিশীল কর্মকর্তা, যিনি মাত্র দু মাসেই তাঁর কার্যক্রমের মাধ্যমে নন্দীগ্রামবাসীর হৃদয়ে স্থায়ী জায়গা তৈরি করেছিলেন। গত ১ ডিসেম্বর, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যার মাধ্যমে আরিফুল ইসলামকে খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পদে পদায়িত করা হয়। তিনি খুলনা সিটি করপোরেশনে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনে নতুন একটি অধ্যায় শুরু করেছেন। তবে, তার নন্দীগ্রামে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং কাজগুলি স্থানীয়দের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
বিদায় বেলায় সাক্ষাৎকালে আবেগ জড়িত কন্ঠে বিদায়ী ইউএনও আরিফুল ইসলাম বলেন, নন্দীগ্রামে আমার মাত্র দুই মাস চাকরির সুযোগ হয়েছে। নন্দীগ্রামের মানুষ অত্যন্ত শান্তি প্রিয়। খুব অল্প সময়ে তাদের আপন করে নিয়েছিলাম। ইচ্ছা ছিল নন্দীগ্রামে শান্তি প্রিয় মানুষদের পাশে থেকে তাদের সেবা করার। নন্দীগ্রামবাসীর কথা আমার সব সময় মনে থাকবে।

নন্দীগ্রাম প্রতিনিধি