বগুড়ায় “আন্তর্জাতিক এডুকেশন সামিট–২০২৫” অনুষ্ঠিত
শিক্ষার্থীদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় “No Dream, No Vision — The Future of Tomorrow” শীর্ষক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন–২০২৫ বগুড়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) দিনব্যাপী বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে শিক্ষা উন্নয়নমূলক শিক্ষার্থীভিত্তিক সংগঠন Our Scolario এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান। সভাপতিত্ব করেন বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন, বগুড়া অঞ্চলের পরিচালক মো. আলমগীর কবির,স্বপ্নপূরণ পাঠশালা প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ।এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ সম্মেলনে যোগ দেন।
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, একাডেমিক দক্ষতা বৃদ্ধি ও স্বপ্ন পূরণের রোডম্যাপ তৈরি—এসব বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে Our Scolario সংগঠন।
সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা আনিকা তাসনিম এশা, সদস্য আদনান আবির, আব্দুল্লাহ মুবিন, শিখা জ্যাকলিন সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন, সঠিক দিকনির্দেশনা, আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সুযোগ, স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরাও নিজেদের লক্ষ্য, স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ