বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও বগুড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। ‘প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যের আলোকে দিবসটি উপলক্ষে মেরী সমাজ কল্যাণ সংস্থা এর আয়োজনে শনিবার শহরের সেউজগাড়ি পানির ট্যাংকি লেন সংলগ্ন সংস্থা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি দেওয়া, মানুষকে সমাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত করা এবং স্বেচ্ছাসেবার মূল্যবোধ বিস্তারে এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে।
মেরী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছা: মেহেরুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ সালাহ উদ্দিন সিদ্দিক। তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা মানবতার প্রকৃত সেবক। সকল প্রতিকূল পরিবেশ ও মানবিক ক্ষেত্রে তাদের অবদান অনন্য। তাদের অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথকে আরও সুদৃঢ় করে। কোনো প্রতিদানের প্রত্যাশা না রেখেই সমাজ, পরিবেশ ও মানবতার কল্যাণে নিজেদের শ্রম, সময় ও দক্ষতা বিনিয়োগ করেন। জীবনের সর্বক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ঘরে–বাইরে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অধিক মানুষের সম্পৃক্ততা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এভাবেই গড়ে উঠবে মানবিক, দায়বদ্ধ ও টেকসই একটি সমাজ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ০৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাংবাদিক মেজবাউল আলম।
প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবীরাই সমাজের মূল শক্তি। স্বেচ্ছাসেবার শক্তি যেমন ব্যক্তিকে উন্নত করে, তেমনি সমাজকে বদলে দেয় ইতিবাচক পথে। তাদের মানবিক কর্মকাণ্ড একটি সুন্দর, সমৃদ্ধ ও সহমর্যাদাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীর সকল প্রতিকূল পরিস্থিতিতেই স্বেচ্ছাসেবীরা বিনা স্বার্থে মানবতার দূত হয়ে কাজ করে যাচ্ছে। সমাজের কল্যাণে এ ধারা আরও বেগবান করতে তিনি সবাইকে মানবসেবায় সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উন্মুক্ত আলোচনায় অংশ নেয় সাহেরা বেগম, মুক্তি আক্তার, মঞ্জিলা আক্তার রিতা সহ অনেকে। উপস্থিত সকলেই স্বেচ্ছাসেবীদের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

ষ্টাফ রিপোর্টার