পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক
নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবুল আক্তার (৩১), ও শাওন আক্তার (২৮) নামের দুই যুবককে আটক করেছে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি। আটকৃত দুই যুবক উপজেলার নিতপুর বাঙ্গালপাড়ার মুন্সুর আলীর ছেলে বাবুল আক্তার ও মুনজুর হোসেনের ছেলে শাওন আক্তার।
জানা গেছে, গত শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬বিজিবি’র নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মাষ্টারপাড়া নামক স্থানে আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করে। পরে থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :