পোরশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল
সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নওগাঁর পোরশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকালে উপজেলার সারাইগাছী স্কুল মাঠে পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাবেক সাংসদ ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী. সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু। সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী। দোয়া মাহফিলে পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকগন অংশগ্রহণ করেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :