ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক অস্থ্য়াী চেকপোস্টের মাধ্যমে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা। মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, মানবপাচার ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে গত শুক্রবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। বিরামপুর বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ক্যাম্প হতে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে বিরামপুর-কাটলা সড়কের শান্তির মোড় এলাকায় স্থাপিত এ চেকপোস্টে বিজিবির কে-৯ ইউনিটের প্রশিক্ষিত ডগ ও সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চেকপোস্টের মাধ্যমে সীমান্ত এলাকা হতে আগত বিভিন্ন প্রকার যানবাহন, মোটরসাইকেল ও যাত্রীদের সতর্কতার সাথে তল্লাশি করা হয়। এ তল্লাশি কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহন, মাদক পাচার, মানবপাচারসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড শনাক্ত করা এবং তা কার্যকরভাবে প্রতিরোধ করা। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি জানান যে, বিজিবির এই বিশেষ তল্লাশি কার্যক্রম সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন যে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা অব্যহত থাকবে।

ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি