বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে শিক্ষক-কর্মচারী সমিতির দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় শাজাহানপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ যোহর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে শিক্ষক, রাজনৈতিক নেতৃবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন আবু শাহীন সানি,আরআরএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মন্ডল,চোপিনগর নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল আকতার,ডেমাজানী শমর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসান,আশেকপুর সিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ,চোপিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ