সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই -আলম সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা প্রদান
নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. হেমন্ত কুমার রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছা. মোস্তারিনা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সামসুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা আইসিটি অফিসার আফিজার রহমান প্রমুখ।
শেষে বিদায়ী অতিথি ইউএনও নুর-ই-আলম সিদ্দিকীর হাতে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল আলম, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদসহ সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার পদে মো. নুর-ই-আলম সিদ্দিকী গত বছরের ২৭ মার্চ যোগদান করেছিলেন। সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: