পোরশায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
নওগাঁর পোরশায় গলায় ফাঁস দিয়ে মজিবর রহমান (৫৬) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মর্শিদপুর ইউপির গোরখাই গ্রামের মৃত ধলা মন্ডলের ছেলে। রোববার রাতে বাড়ির পাশের একটি গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
জানা গেছে, মজিবর রহমান রোববার সকালে বাড়ি থেকে বের হন। বাড়িতে না ফেরায় সন্ধায় তার ছেলে তাজিন আহম্মেদ খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয় ঘোলাকুড়ি এলাকার একটি গাছের ডালে রশি দিয়ে ঝুলে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :