শেরপুরে নির্বাচন ঘিরে চলছে প্রস্তুতি, অপেক্ষায় তিন লাখ ভোটার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেরপুরে তৈরি হয়েছে শান্ত, সুশৃঙ্খল কিন্তু প্রাণময় এক পরিবেশ। গ্রাম-গঞ্জ, হাট-বাজার, সর্বত্রই নির্বাচনের আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। প্রশাসন থেকে নির্বাচনী কর্মকর্তা—সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
উপজেলার ভোট গ্রহণ হবে ৯৯টি কেন্দ্রে, আর ভোটারের প্রবেশ, নিরাপত্তা ও প্রক্রিয়া নির্বিঘ্ন করতে রাখা হয়েছে ৫৪৪টি ভোটকক্ষ। শেরপুরের মোট ৩ লাখ ৩ হাজার ৪৪৫ জন ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তালিকায় নারী ভোটার ১,৫৫,৭০৩, পুরুষ ভোটার ১,৪৭,৭৩৯, আর তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন—যা সামাজিক অন্তর্ভুক্তির এক সুন্দর উদাহরণ।
তবে নির্বাচনী আকর্ষণের পাশাপাশি রয়েছে নিরাপত্তার বাড়তি হিসাবও। নির্বাচন অফিস ৯৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে। এ কারণে এসব স্থানে থাকবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, মোবাইল টহল ও মনিটরিং টিম।
ভোটার তালিকা মোটামুটি চূড়ান্ত হয়েছে। যদিও কিছু এলাকা থেকে বাছাই করে পাঠানো তালিকা নির্বাচনী অফিসে সংশোধনের অপেক্ষায় আছে। সংশোধন শেষেই তা চূড়ান্ত তালিকায় যুক্ত হবে।
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের সব নির্বাচন অফিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তফসিল ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধি প্রতিপালনের বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করবেন।
তিনি আরও জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, নিরাপত্তা পরিকল্পনা, লজিস্টিক সরঞ্জাম প্রস্তুতকরণসহ সব ক্ষেত্রেই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।

শেরপুর প্রতিনিধি