নন্দীগ্রামে নয়া ওসি মিজানুর রহমানের যোগদান
বগুড়ার নন্দীগ্রাম থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান। তিনি এর আগে রাজশাহী জেলার চারঘাট থানায় দায়িত্ব পালন করে সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছিলেন। ৮ ডিসেম্বর সোমবার দুপুর ২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রাম থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পরপরই তিনি থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। নতুন ওসি মিজানুর রহমান যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, নন্দীগ্রাম একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে আমি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবো। অপরাধ দমনে আমি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবো। একইসাথে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব নয়। তাই সবার সহযোগিতা কামনা করছি।

নন্দীগ্রাম প্রতিনিধি