নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা'র যোগদান
বগুড়ার নন্দীগ্রামে নয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শারমিন আরা। ৮ই ডিসেম্বর (সোমবার) দুপুর ১২টায় তিনি যোগদান করেন এবং বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের এর স্থলে স্থলাভিষিক্ত হলেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার দায়িত্ব বুঝে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। পরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা'কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যগণ। এরপর নবাগত ইউএনও উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস, এম সারোয়ার জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, সমবায় অফিসার ঝরণা রানী দেবনাথ, সোনালি ব্যাংকের ব্যবস্থাপক জামিলুর রহমান, পল্লি বিদ্যুতের ডিজিএম মোঃ কাইসার রেজা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, নির্বাহী সদস্য মামুন আহম্মেদ, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক প্রমুখ।
নবাগত ইউএনও শারমিন আরা ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে সহকারী কমিশনার হিসাবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি এনজিও বিষয়ক ব্যুরো'র অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
উল্লেখ্য, সাবেক ইউএনও আরিফুল ইসলাম গত ৭ ডিসেম্বর খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে যোগদান করেন

নন্দীগ্রাম প্রতিনিধি