নন্দীগ্রামের ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শামছুর রহমান
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শামসুর রহমান। গত ৭ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। তিনি ওই ইউনিয়নের তিনবারের নির্বাচিত ইউপি সদস্যের দায়িত্ব পালন করে আসছেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের একটি স্মারকের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। গত ২ ডিসেম্বর, বগুড়ার স্থানীয় সরকার বিভাগের ইউপি–১ শাখার উপ-পরিচালক রাজিয়া সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়। স্থানীয় সরকার আইন অনুসারে শামছুর রহমানকে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। শামছুর রহমান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো সংস্কার, সামাজিক সমস্যা সমাধান এবং মানবিক সেবায় তিনি বিশেষ অবদান রেখে আসছেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও সাধারণ মানুষ তাকে একজন সৎ, নিবেদিতপ্রাণ ও সহজপ্রাপ্য জন প্রতিনিধি হিসেবে মূল্যায়ন করে থাকেন। স্থানীয়রা জানান, তিনি বিপদে–আপদে সবসময় ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের অর্পিত দায়িত্ব আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে পালন করবো। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই।
এদিকে তার এই মনোনয়নকে স্বাগত জানিয়েছে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। অনেকেই আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

নন্দীগ্রাম প্রতিনিধি