নন্দীগ্রামে দুর্বৃত্তদের আগুনে পুরলো কৃষকের ৬০ বিঘার খড়ের পালা সহ ধান, ৪লক্ষ টাকার ক্ষতি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরমাঝগ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কৃষক শুকবর আলী তালুকদারের জমির খড়ের পালা ও ধান পুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে প্রায় চার লক্ষ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছেন কৃষক গোলাম মোস্তফা। অভিযোগ থেকে জানা গেছে বসতবাড়ির পাশে খলিয়ানে ৬০ বিঘা জমির খড় পালা করে রাখা ছিল। একই খলিয়ানে তার চাচা জোব্বার আলী তালুকদারের ১০ বিঘা জমির ধান মাড়াই করার জন্য স্তূপ করে রাখা ছিল।
গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরে মধ্যরাতে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসে দেখেন খলিয়ানে রাখা খড়ের পালা ও স্তুপ করা ধানে ভয়াবহ আগুন লেগে গেছে। তিনি চিৎকার দিলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের সহায়তায় কোনোভাবে তার চাচার ১০ বিঘার মধ্যে ৪ বিঘা ধান উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৬ বিঘা ধান এবং গোলাম মোস্তফার ৬০ বিঘা জমির খড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। গোলাম মোস্তফা অভিযোগে আরও উল্লেখ করেন, তার সন্দেহ, রাত ১০টা থেকে রাত ১২টার মধ্যে অজ্ঞাতনামা কেউ বা কারা আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয়।
অগ্নিকাণ্ডে তার প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। উক্ত ঘটনায় নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নন্দীগ্রাম প্রতিনিধি