দিনাজপুর-৬ উন্নয়ন ফোরামের ছাত্র, যুব ও নাগরিক সমাবেশ
দিনাজপুর-৬ উন্নয়ন ফোরামের আয়োজনে সন্ত্রাস ও দূর্ণীতি মুক্ত এলাকা গড়ার প্রত্যয় নিয়ে দিনাজপুর জেলার ৪ উপজেলার সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র,যুব ও নাগরিক সমাবেশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিরামপুর বড় মাঠে কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী ডক্টর মুহাদ্দিস এনামুল হকের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজীবুর রহমান পলাশ, ছাত্র শিবির কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামী বিরামপুর আমীর হাফিজুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর আমিনুণ ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আমীন আবুল কাশেম, ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখখায়ের উসলাম মোল্লা এবং অন্যান্য নেতৃবৃন্দ। এতে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার জামায়াতে ইসলামী, ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মী এবং নারীগণ অংশ গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি