উদ্যোক্তাদের উৎসাহ যোগান দিতে মেলায় অংশ নিলো আকবরিয়া
স্থানীয় উদ্যোক্তা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং নতুন উদ্যোগ সৃষ্টির উদ্দেশ্যে বগুড়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় এবং বিসিক বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে গত ৬ ডিসেম্বর শহরের এডওয়ার্ড পার্কে মেলার উদ্বোধন করা হয়। মেলা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগানো এবং স্থানীয় ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল করা লক্ষ্য নিয়ে এবারের মেলায় অংশ নিয়েছে আকবরিয়া লিমিটেড। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের মনোযোগ কেড়েছে আকবরিয়ার মনোমুগ্ধকর স্টল, যেখানে পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী বাংলার নানা রকম পিঠা, বেকারি পণ্য এবং জনপ্রিয় ফাস্টফুড আইটেম। প্রতিদিনই স্টলের সামনে ভিড় জমাচ্ছেন মেলায় ঘুরতে আসা সকল বয়সী দর্শনার্থীরা।
আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিসিক উদ্যোক্তা মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতা বৃদ্ধি এবং নতুনদের ব্যবসা শুরু করতে উৎসাহ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। মেলায় আগত দর্শনার্থীরা যদি স্থানীয় পণ্যকে অগ্রাধিকার দেন, তবে উদ্যোক্তাদের আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। এই মেলা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা ভাগাভাগি এবং নতুন সুযোগ সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আকবরিয়া ভবিষ্যতেও উদ্যোক্তা উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আকবরিয়ার মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণ স্থানীয় উদ্যোক্তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে। তাদের মতে, এ উদ্যোগ উদ্যোক্তাবান্ধব পরিবেশকে আরও সুদৃঢ় করে ব্যবসা-বাণিজ্যের গতিকে ত্বরান্বিত করবে।
উদ্যোক্তা মেলাটি শুধুমাত্র স্থানীয় উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি করছে না, বরং দেশীয় পণ্যের প্রতি সাধারণ ভোক্তাদের আস্থা বাড়াচ্ছে, নতুন বাজারের সুযোগ সৃষ্টি করছে এবং নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার পথ উন্মোচিত করছে। মেলায় মোট ৭০টি স্টলে বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা হস্তশিল্প, পোশাক, খাদ্য ও সৌখিন পণ্য প্রদর্শন করেছেন। বিশেষভাবে, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ মেলাকে আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করেছে।

ষ্টাফ রিপোর্টার