নেতৃত্ব ও কর্মকৌশল নিয়ে স্থানীয় ওয়াইএমসিএ'র সাধারণ সম্পাদক ও কর্মকর্তাদের আলোচনা
ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ’স অব বাংলাদেশ এর উদ্যোগে স্থানীয় ওয়াইএমসিএ'র সাধারণ সম্পাদক ও কর্মকর্তাদের নিয়ে নেতৃত্ব ও কর্মকৌশল বিষয়ক তিন দিনব্যাপী মতবিনিময় ও কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, সুশাসন, প্রশাসনিক স্বচ্ছতা এবং সংগঠন পরিচালনায় কার্যকর কর্মপদ্ধতি বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় সুশাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। তিনি বলেন, সংস্থার মঙ্গলের জন্য সুশাসনের কোনো বিকল্প নেই। সুস্থ পরিবেশ সৃষ্টি, প্রশাসনিক স্বচ্ছতা, নীতিবোধ এবং জবাবদিহিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়া সম্ভব। সংস্থার মানব সম্পদের সঠিক ব্যবহার, শিশু সুরক্ষা, আর্থিক সুরক্ষা, সম্পদের সঠিক ব্যবহার, ডকুমেন্ট সঠিকভাবে সংরক্ষণ, যোগ্য নেতৃত্ব গড়ে তোলাসহ সংস্থাকে সুরক্ষা করার নিমিত্তে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এতে অংশ নেন ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ'স অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক উইলভার ডি কস্টা, ফিন্যান্স সেক্রেটারি শৈনাল রয়, স্থানীয় ওয়াইএমসিএ এর সাধারণ সম্পাদক চিটাগাং ইন্মানুয়েল বৈরাগী, বিরিশিরির এন্থনী সাংমা, ইদিলপুর বাপ্পী মৃ, বরিশাল আনন্দ বালা কলিগ্রাম বাপ্পী বৈদ্য, যশোর মার্ক সাম্য, সাভার শ্যামল পারইসহ জাতীয় ও স্থানীয় ওয়াইএমসিএ'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ক্যাপশন: ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ'স অব বাংলাদেশ এর উদ্যোগে স্থানীয় ওয়াইএমসিএ'র সাধারণ সম্পাদক ও কর্মকর্তাদের নিয়ে নেতৃত্ব ও কর্মকৌশল শীর্ষক আলোচনায় সুশাসন ও নানা বিষয়ে আলোচনায় অংশ নেন বগুড়া ওয়াইএমসিএ'র নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।

ষ্টাফ রিপোর্টার