সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র শিতবস্ত্র বিতরণ
নওগাঁর সাপাহারে অসহায় শিতার্তদের মাঝে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্দ্যোগে বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকাল ১০ টায় সাপাহার জিরো পয়েন্ট আরব টাওয়ারে ট্রাস্টের দাতা মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আহসান-উজ জামান এর পক্ষে আসমান এগ্রো’র সত্তাধিকারী আশফাক উল হক চৌধুরী শতাধিক অসহায় শিতার্তদের মাঝে শিতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এসময় মাওলানা হাবিবুর রহমান, সাংবাদিক প্রদীপ কুমার সাহা,হুমায়ুন কবির,আব্দুল হাকিম,পল্লীচিকিৎসক প্রদীপ কুমাার দাস, আজাহার আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: