বিরামপুরে জামায়াত নেতার বক্তব্যে যুব সমাজ উজ্জীবিত
দিনাজপুর-৬ উন্নয়ন ফোরামের আয়োজনে বিরামপুর বড়মাঠের গণসমাবেশে দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আনোয়ারুল ইসলামের হৃদয়গ্রাহী ও গঠণমূলক বক্তব্যে এলাকার যুব সমাজ উজ্জীবিত হয়ে উঠেছে। বুধবার বিকেলে সমাবেশের পর যুবক শ্রেণীর ছাত্র ও সাধারণ যুবকদের সাথে কথা বলে জানা গেছে তাদের অভিব্যক্তির কথা।
দিনাজপুর-৬ উন্নয়ন ফোরামের উদ্যোগে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার জামায়াতে ইসলামী, ছাত্র ও যুব নেতৃবৃন্দ এবং নারীগণের উপস্থিতিতে সভায় মাওলানা আনোয়ারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় দৃঢ়তার সাথে তিনি বলেন, এলাকার যুব সমাজকে কর্মমূখী করার জন্য আমরা বিভিন্ন কার্য্যক্রম হাতে নিয়েছি। শিক্ষিত বেকার যুবকদের চাকুরীর জন্য উপযোগী ও দক্ষ হিসাবে গড়ে তোলা হবে। তাদের দক্ষতা বৃদ্ধি ও মেধা বিকাশের জন্য কোচিং সেন্টার খুলে প্রশিক্ষণ দেওয়া হবে। অস্বচ্ছল যুবকদের প্রয়োজনে মেছে রেখে স্বল্প ব্যয়ে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। একই সাথে অল্প শিক্ষিত বেকারদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসাবে গড়ে তোলা হবে এবং তাদেরকে সহায়তা দিয়ে উদ্যোক্তা হিসাবে তৈরী করে বেকার সমস্যার সমাধান করা হবে।
কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী ডক্টর মুহাদ্দিস এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি মাওলানা আনোয়ারুল ইসলামের এমন দৃঢ় বক্তব্যে যুব সমাজ ভবিষ্যতের জন্য আশাবাদী ও জীবন জীবিকার জন্য নতুন আশার আলো দেখতে শুরু করেছে।
সমাবেশ শেষে কথা হয় বিভিন্ন ছাত্র-যুবকদের সাথে। তারা নিজের মতো করে জানান তাদের অভিব্যক্তির কথা। উপজেলার কাটলা এলাকার কামিল ছাত্র মেহেদী হাসান, বিনাইল এলাকার উচ্চ মাধ্যমিকের ছাত্র হাছান মিয়া ও অন্যান্য এলাকার ছাত্র-যুবকগণ বলেন, মাওলানা আনোয়ারুল ইসলামের বক্তব্যমতে এই এলাকায় চাকুরী প্রার্থীদের জন্য কোচিংয়ের ব্যবস্থা করে দক্ষ হিসাবে গড়ে তোলা হলে প্রতিযোগিতায় টিকে অনেকেই চাকুরী পাবেন। এছাড়া কর্মহীন যুবকদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা হলে বেকার সমস্যার সমাধান হবে এবং এই এলাকা উন্নয়নের মডেল হিসাবে উদ্ভাসিত হবে। ছাত্র-যুবকরা বলেন, সমাবেশের বক্তব্য শুনে আমরা উজ্জীবিত হয়েছে এবং নতুন ভাবে আশার আলো দেখতে শুরু করেছি। এই এলাকা নিয়ে জামায়াতে ইসলামীর ভাবনার প্রতিফলন ঘটানোর জন্য আমরাও সর্বাত্মক ভাবে আত্মনিয়োগ করবো।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি