সৈয়দপুরে কর্ণফুলী ইন্সুরেন্স পিএলসির উদ্যোগে ছয় শতাধিক শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম ফজলুল করিম মুন্সী এবং বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর মুখ্য সমন্বয়কারী জাহিদ আনোয়ার খান, ডিএম নিয়াজ হাসান।
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি সৈয়দপুর শাখার এসইভিপি ও শাখা প্রধান আলহাজ্ব মো. রশিদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর শাখার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এসরার আহমেদ,এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. রেহান, মো. আমিরুজ্জামান ও সাংবাদিক এম আর আলম ঝন্টু।
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি সৈয়দপুর শাখার এক্সকিউটিভ অফিসার মো. নওশাদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. মাকছুদুর রহমান, সিনিয়র অফিসার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম ফজলুল করিম মুন্সী বলেন, আমাদের কোম্পানী সব সময় সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবাকে গুরুত্ব দিয়ে থাকে। ব্যবসা শুধু মুনাফা অর্জনের জন্যই নয়, সমাজের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। এই শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ। আমরা জানি সৈয়দপুরসহ উত্তরবঙ্গে শীতের প্রকোপ কেমন। তাই এ অঞ্চলের সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ধন্য মনে করছি। কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
শেষে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির পক্ষথেকে সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড ও পাঁচটি ইউনিয়নের ছয় শতাধিক অসহায়,দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের অতিথিরা শীতার্তদের হাতে ওই কম্বলগুলো তুলে দেন।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :