সৈয়দপুরে আন্তঃ ক্যান্ট হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হ্যান্ডবল এবং দাবা প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাত্যহিক সমাবেশ মাঠে গত বুধবার (১০ ডিসেম্বর) ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিক প্রতিষ্ঠান সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চারটি ইভেন্টের মধ্যে তিনটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
হ্যান্ডবল (স্কুল শাখা) প্রতিযোগিতায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং দিনাজপুরের পার্বতীপুর খোলাহাটি বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
হ্যান্ডবল (কলেজ শাখা) প্রতিযোগিতায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ দল চ্যাম্পিয়ন এবং লালমনিরহাট ক্যান্টনমেন্টপাবলিক স্কুল এন্ড কলেজ রানার্স-আপ হয়েছে।
আর দাবা (স্কুল শাখা) প্রতিযোগিতায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
এছাড়াও দাবা (কলেজ শাখা) প্রতিযোগিতা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ রানার্স-আপ হয়েছে। এ আন্তঃ হ্যান্ডবল ও দাবা প্রতিযোািগতায় স্বাগতিক সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট পাবলিক স্কুল এন্ড কলেজ ও পার্বতীপুর খোলাহাটী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক মো. মুজাহিদ হোসেন।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের শিক্ষার্থীদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রাহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং প্রতিযোগী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি, উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার. আব্দুল আলীম, উপাধ্যক্ষ (স্কুল) মোহাম্মদ মহসীন আলম ও উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :