সাপাহারে আহত ইসলামী আন্দোলন নেতার পাশে ইত্তেহাদুল উলামা
নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সেক্রেটারি আব্দুল হালিমকে দেখতে গেছেন ইত্তেহাদুল উলামার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তার বাসায় গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন এবং সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন ইত্তেহাদুল উলামার নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে ইত্তেহাদুল উলামা সাপাহার শাখার সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আবদুল্লা হাবিবি ও সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা আহত নেতার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: